দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে নিউ মার্কেটের হকারদের (New Market Hawker) জন্য যেন একটু ছাড় মিলল। প্রায় আড়াই মাস আগে কলকাতা পুরসভা (KMC) ও পুলিশের যৌথ অভিযানে নিউ মার্কেট (New Market) এবং আশপাশের রাস্তাগুলো থেকে হকারদের সরানো হয়েছিল। কিন্তু নিয়মিত নজরদারি না থাকায় ফের হকাররা রাস্তা দখল করতে শুরু করেছেন।