দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Medical College) পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে (CBI Court)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। দুর্নীতি দমন আইনের অধীনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আগামী ২২ জুলাই থেকে মামলার বিচারপর্ব শুরু হবে বলে আদালত জানিয়েছে।