দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক (Love Relation) ভাঙার প্রতিশোধেই ঘটেছিল নৃশংস হত্যাকাণ্ড! এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল কৃষ্ণনগরের (Krishanagar) তরুণী ইশিতা মল্লিক (Eshita Mallick) খুনের তদন্তে। ঘটনার ৭৮ দিন পর জেলা আদালতে ৩০০ পাতার চার্জশিট জমা দিয়েছে কৃষ্ণনগর পুলিশ (Krishanagar Police)।
এই কাণ্ডের মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের (Deshraj Singh) পাশাপাশি, তার বাবা বিএসএফ কর্মী রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং মামা কুলদীপ সিংকেও অভিযুক্ত করা হয়েছে।