দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে প্রথম ওয়ানডে জয়ের পর টিম ইন্ডিয়ার হোটেল লবিতে ছিল ছোটখাটো সেলিব্রেশন। কেক কাটলেন অধিনায়ক কেএল রাহুল, পাশে সতীর্থরা। কিন্তু নজর কাড়ল অন্য ছবি—দলে ফিরেও সেলিব্রেশনে যোগ দিলেন না বিরাট কোহলি। লবি পেরোতে পেরোতে অনেক অনুরাগী আর হোটেল কর্মচারী ডাকলেও দিলেন না সাড়া, না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন সটান।