দ্য ওয়াল ব্যুরো: টেস্ট আর টি-২০ থেকে অবসর নিয়েছেন। ওয়ানডেতে নিজেদের জায়গা আঁকড়ে ধরতেও লড়াই করতে হচ্ছে বিরাট কোহলি (Kohli) ও রোহিত শর্মাকে (Rohit)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) স্পষ্ট জানিয়ে দিয়েছে—জাতীয় দলে থাকতে হলে দু’জনকেই খেলতে হবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy), দেশের প্রধানতম একদিনের ক্রিকেট টুর্নামেন্ট!