দ্য ওয়াল ব্যুরো: বছরশেষে সামনে এসেছে চমকপ্রদ এক তথ্য। পাকিস্তানের গুগল ট্রেন্ডস বলছে, বছরের সবচেয়ে বেশি সার্চ হওয়া অ্যাথলিট কোনও পাকিস্তানি ক্রিকেটার নন। তালিকার শীর্ষে একজন ভারতীয়—অভিষেক শর্মা (Abhishek Sharma)!
বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান—কেউই পাকিস্তানের টপ-৫ সার্চড অ্যাথলিটের তালিকায় নেই। বরং, জায়গা পেয়েছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা—হাসান নবাজ, ইরফান খান নিয়াজি, সাহিবজাদা ফারহান এবং মহম্মদ আব্বাস। কিন্তু সবার উপরে যে নাম, তিনি ভারতের টি-২০ ফর্ম্যাটের নতুন সেনসেশন অভিষেক শর্মা।