দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে মুখে হাসি ফিরেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। আর তাই বিশাখাপত্তনমে ম্যাচের পর প্রেস কনফারেন্সে গিয়ে টিম ইন্ডিয়ার হেডকোচ আর রাখঢাক করলেন না। সরাসরি আক্রমণ শানালেন এক আইপিএল টিমের মালিকের দিকে, যিনি ভারতের টেস্ট দলের জন্য ‘স্প্লিট কোচিংইয়ে’র পরামর্শ দিয়েছিলেন। নাম না করলেও স্পষ্ট ইঙ্গিত—নিশানায় দিল্লি ক্যাপিটালসের সিইও পার্থ জিন্দল।