দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ব্যাট নামিয়ে রাখলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara Retirement)। ভারতীয় ক্রিকেটে টেস্টের এক অটল স্তম্ভ, যিনি প্রায় দেড় দশক ধরে ওয়ান ডাউন পজিশনে দলের ভরসা হয়ে থেকেছেন। তবু বিদায়টা এল নিঃশব্দে। প্রথমে ভেবেছিলেন, আরও একটা মরশুম রঞ্জি ট্রফি খেলবেন। পরে মত পাল্টালেন। কারণ, তাঁর নিজের কথায়—‘এখন সময় তরুণদের’।