দ্য ওয়াল ব্যুরো: রায়পুরে দ্বিতীয় ওয়ানডে-তে (IND vs SA 2nd ODI) শুরু থেকেই নাটক। দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম দু’ওভারে ১০-এর বেশি অতিরিক্ত রান উপহার দিলেন। কিন্তু ভারত ফায়দা নিতে পারল কই? মাত্র ১৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) ওভারে টিম ইন্ডিয়ার ওপেনার ঠিকমতো সেট হতে পারেননি। ক্যাচ আউট! ডিআরএসে স্নিকো স্পাইক দেখায়—রোহিতের মাথা নাড়ানোয় অসন্তোষও ধরা পড়ে।