দ্য ওয়াল ব্যুরো: হরমনপ্রীত কৌরদের (India Women’s Cricket Team) বিশ্বকাপ জয়ের পর তুলনা উঠছে ১৯৮৩–র কপিল বাহিনীর সঙ্গে। দু’ক্ষেত্রেই দুটো টিম আগল ভেঙেছে, জিতেছে প্রথমবারের মতো খেতাব।
যদিও স্রেফ এই সামান্য মিলটুকুর ভিত্তিতে সার্বিক সিদ্ধান্তে আসতে নারাজ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। স্পষ্ট জানালেন—এই তুলনা সঙ্গত নয়। স্পোর্টস্টার-এর কলামে তাঁর যুক্তি, ‘৮৩–র আগের আসরে ভারতীয় পুরুষ দল (1983 Men’s World Cup) গ্রুপ স্তর পেরোয়নি। নকআউট পর্ব ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। অন্যদিকে মেয়েরা এর আগে দুই–দুইবার ফাইনালে উঠেছে। তাই প্রেক্ষাপট আলাদা।’