দ্য ওয়াল ব্যুরো: আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের প্রাক্তন অধিনায়ক নিজের অবস্থান আরও মজবুত করেছেন ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে। অন্যদিকে, দীর্ঘদিন পর ছন্দে ফিরে বিরাট কোহলি (Virat Kohli) উঠে এলেন পঞ্চম স্থানে। তরুণ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) রয়েছেন চতুর্থ স্থানে। অর্থাৎ, শীর্ষ পাঁচে তিন ভারতীয়—যা আবারও প্রমাণ করছে টিম ইন্ডিয়ার ব্যাটিং আধিপত্য।