দ্য ওয়াল ব্যুরো: ইডেনে ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) অবশেষে ছুটি দেওয়া হয়েছে। রবিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি ফিরেছেন টিম হোটেলে। আপাতত অবস্থার উন্নতি হলেও পরের টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।