দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় টেস্টের আগের দিনই দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা। নিশ্চিত হয়ে গেল—প্রধান পেসার ক্যাগিসো রাবাডা (Kagiso Rabada) গুয়াহাটিতে নামছেন না। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) নিজেই জানালেন, এখনও পুরোপুরি সেরে না ওঠায় মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে রাজি নয়।