দ্য ওয়াল ব্যুরো: ভরকেন্দ্র সরে গেলে কিছু উত্থান হয়, কিছু পতন!
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজ ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এই শিক্ষাই দিয়ে গেল। সফর শুরুর কিছুদিন আগেই রোহিত শর্মা ও বিরাট কোহলির পাঁচ দিনের ব্যবধানে অবসর নির্বাচকদের দ্বিধায় ঠেলে দেয়। এমন একগুচ্ছ প্রশ্ন সামনে চলে আসে, যেটা অপ্রত্যাশিত এবং আশ্চর্যজনক ছিল। কে নামবে ওপেনে? চারে কে? দল বিপদে পড়লে সামনে দাঁড়িয়ে দিশা দেখাবেন কারা? দুই মহীরূহের বিদায় টিম ইন্ডিয়াকে যেন অভিভাবকহীন করে তোলে!