দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার গোঁয়ার রাগ বা তীব্র আবেগ নয়—নগ্ন পরিসংখ্যানই এখন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং-জমানার বিরুদ্ধে কঠিন রায় শোনাচ্ছে। গত ২৫ বছরে ভারতের টেস্ট ক্রিকেটে এমন ভয়াবহ রেকর্ড কোনও পূর্ণকালীন কোচ রেখে যাননি। এমনকি যাঁর নাম শুনলেই ভারতীয় ক্রিকেটে ‘বিশৃঙ্খলার স্মৃতি’ জেগে ওঠে—সেই গ্রেগ চ্যাপেল (Greg Chappell)—তাঁরও রেকর্ড গম্ভীরের চেয়ে ভাল… অন্তত পাতে দেওয়ার মতো!