দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশে ভারতীয় ক্রিকেটে যে ধাক্কা লেগেছে, তার জেরে সবচেয়ে বেশি চাপে হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মাঠের ফলাফল যেমন হতাশাজনক, তেমনই তাঁর সাম্প্রতিক প্রেস কনফারেন্সে করা মন্তব্য নিয়েও নাকি বিসিসিআই (BCCI) রীতিমতো ‘বিরক্ত’—এমনটাই জানিয়েছে এক সর্বভারতীয় দৈনিক।