দ্য ওয়াল ব্যুরো: ফের জমবে ভারত–পাকিস্তান (India vs Pakistan) লড়াই। সেই ক্রিকেটের ময়দানে। ২০২৬ সালের ছেলেদের টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ ১৫ ফেব্রুয়ারি
দ্য ওয়াল ব্যুরো: ইডেনের পিচ নিয়ে নাটকের ইতি। যদিও আফটার-এফেক্ট এখনও জারি। গৌতম গম্ভীরের শাগরেদ, কখনও ব্যাটিং কোচ, কখনও বোলিং কোচ পরস্পরবিরোধী মন্তব্য করে পরিস্থিতি গুবলেট করে দিচ্ছেন। কেউ জানাচ্ছেন, পিচ প্রস্তুতকারক নাকি তাঁদের নির্দেশ বোঝেননি৷ অমন উইকেট তাঁরা চাননি। এদিকে কোচ স্বয়ং সাংবাদিক বৈঠকে খেলোয়াড়দের ট্রাকের তলায় ঠেলে ক্লিনচিট দিয়েছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। এমনকি ইডেন ছেড়ে গুয়াহাটি আসার দিন জড়িয়ে ধরে সাবাশিও জানিয়েছেন। সমাজমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও!
দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটি টেস্টে ভারত যখন চাপে, তখন স্ট্যান্ড-ইন অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) এক বেপরোয়া শট দলকে আরও বিপদে ঠেলে দিল। দক্ষিণ আফ্রিকার ৪৮৯–এর জবাবে টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে ধুঁকছে। জটিল পরিস্থিতিতে পন্থের আগ্রাসী চার্জ এবং পরের বলেই আউট—মাঠে যেমন ধাক্কা দিল, তেমনই সমাজমাধ্যমে তুলল তীব্র প্রতিক্রিয়ার ঢেউ।
হার্ড–লেংথে পড়া বলে সামনে এগিয়ে গিয়ে স্লগ মারতে গিয়ে পরিষ্কার এজ। কিপারের হাতে গেল সহজেই। এর পরেও পন্থ সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় ব্যাটের ছোঁয়া। ভারতের সীমিত ডিআরএসের একটি খরচ হয়। জোড়া ভুলে আরও অতলে ভারতের ইনিংস।
দ্য ওয়াল ব্যুরো: দোহায় রাইসিং এশিয়া কাপের মঞ্চে হাসিমুখে পাকিস্তান ‘এ’ দলের হাতে ট্রফি তুলে দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। এমন ছবি-ভিডিও সাধারণত গর্বের মুহূর্তই মনে করায়। কিন্তু ভারতীয় ভক্তদের কাছে এই দৃশ্য আবারও সেই পুরনো প্রশ্নটা সামনে টেনে আনল—শুভমানদের জেতা আসল এশিয়া কাপের ট্রফি কোথায়? আদৌ বিসিসিআইয়ের দপ্তরে স্মারক এসেছে? নাকি নিজের অফিসেই রেখে দিয়েছেন মহসিন? অথবা রয়েছে দুবাইয়ে? চলতি বছর এশিয়া কাপ জিতেও ভারত ট্রফি ছুঁতে পারেনি—এই মানতে না পারা বাস্তবতা আবারও সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঢেউ তুলল।
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের অধিনায়ক হলেন কেএল রাহুল (KL Rahul)। রবিবার বোর্ড ঘোষণা করল ১৫ জনের স্কোয়াড, যেখানে স্পষ্ট—শুভমান গিল (Shubman Gill) চোটের জন্য বাইরে, দায়িত্ব যাচ্ছে রাহুলের হাতে। কিন্তু এই আবহেই প্রশ্ন উঠল, ঋষভ পন্থ (Rishabh Pant) কি তাহলে অধিনায়কত্বের দৌড়ে পিছিয়ে গেলেন?
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। নেতৃত্বে ফিরলেন কেএল রাহুল (KL Rahul)। চোটের কারণে বাইরে থাকা শুভমান গিলের (Shubman Gill) অনুপস্থিতিতে তিনিই অধিনায়কত্ব করবেন। দলে আছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)।
দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় টেস্টের শুরুতেই কার্যত চাপে ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছে ৪৮৯—সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusamy) সেঞ্চুরি ও মার্কো জানসেনের (Marco Jansen) ৯৩ রানে ভর করে। সিরিজে ০–১ পিছিয়ে থাকা ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ—এই ম্যাচে ফিরতে গেলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে!
টেস্ট ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৪৫০ রানের বেশি করলে টিম ইন্ডিয়ার ম্যাচ জেতার নজির খুবই কম। মোট ৩৭ বার এই অবস্থায় পড়েছে দল। তার মধ্যে জয় এসেছে মাত্র ৩ বার। অর্থাৎ, সম্ভাবনা নামেমাত্র, যদিও দৃষ্টান্ত আছে।
দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Guwahati) ভারতকে চাপে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy)। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চালকের আসনে বসিয়েছেন। আটটি টেস্ট খেলা এই ক্রিকেটারের আগের সেরা ইনিংস ছিল অপরাজিত ৮৯, পাকিস্তানের বিরুদ্ধে। এবার ১৯২ বলে ছুঁলেন তিন অঙ্কের গর্ব—তাও চাপের ম্যাচে!
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য আজ, রবিবার মুম্বইয়ে বৈঠকে বসছে বোর্ডের (BCCI) নির্বাচকমণ্ডলী। তিন ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক কে হবেন—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্রের খবর, পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন দুই জন—কেএল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ (Rishabh Pant)।
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। ইডেনে যা হয়েছিল, তারপর স্বাভাবিকভাবেই নজর এখন পিচে। প্রথমবার টেস্ট আয়োজন করছে গুয়াহাটি, ভারতও এখানে আগে কোনও টেস্ট খেলেনি—ফলে অনিশ্চয়তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে জুড়েছে আগাম সূর্যাস্তের ঝামেলা। সন্ধে সাড়ে চারটার আগেই অন্ধকার নেমে আসছে, তাই টেস্টে চা বিরতি হবে লাঞ্চের আগে—ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলো–ঘাটতির জন্য।