দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কারোলবাগের বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন। ঘটনায় লিফটে আটকে গিয়ে মৃত্যু হল ধীরেন্দ্র নামে এক যুবকের। মৃত ধীরেন্দ্র উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গত পাঁচ বছর ধরে দিল্লিতে একটি প্রাইভেট হস্টেলে থাকছিলেন।
জানা গিয়েছে, মাত্র একদিন আগেই তিনি বাড়ি থেকে দিল্লি ফেরেন। আর তার পরদিনই প্রাণ গেল আগুনে পুড়ে। আগুন লাগার সময় মলের মধ্যেই ছিলেন এবং লিফটে আটকে পড়েন। ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, লিফটে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ধীরেন্দ্রর।
#REL