দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালের বিশ্বকাপ। মুখোমুখি পর্তুগাল-জার্মানি। একদিকে রোনাল্ডো, অন্যদিকে টনি ক্রুজ। দুই দলে তারকার ছড়াছড়ি হলেও দুনিয়ার তামাম ফুটবলপ্রেমী পর্তুগিজ সুপারস্টার ক্যারিশমা দেখার জন্যই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। কিন্তু ওইদিন সব্বাইকে নিরাশ করে জ্বলে ওঠেন ছিপছিপে অথচ সুঠাম দেহের জার্মান মিডফিল্ডার। পর্তুগালকে একা হাতে ধ্বংস করেন তিনি।
খেলা যখন শেষ হয়, তখন সেই খেলোয়াড়ের নামের পাশে লেখা হ্যাটট্রিক! দলকে শুধু ওই ম্যাচ নয়, বিশ্বকাপ জিতিয়ে নায়কের মর্যাদা অর্জন করেছিলেন টমাস মুলার।