সুভাষচন্দ্র দাস, দক্ষিণ ২৪ পরগনা
শীত এলেই বাঘ দেখার আশায় দলে দলে মানুষ ভিড় করেন সুন্দরবনের জঙ্গলে। কিন্তু বাহারি পাখিও যে রং বদলে দেয় এই ব-দ্বীপের। শীত এলেই পরিযায়ী পাখিদের হরেক রং চোখে ধাঁধা লাগায়। মাঝে কিছু বছর পরিযায়ী পাখির সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু এখন আবার বাড়ছে এই সংখ্যা। তাই শীতে রঙিন হচ্ছে সুন্দরবন। এই সুযোগটাকেই কাজে লাগাতে চান বন দফতরের কর্তারা। কতরকমের পাখি এল তার হিসেব কষতেই পাখি উৎসব। বনদফতরের তত্ত্বাবধানে জঙ্গলে গিয়ে পাখিদের ছবি তুলতে পারবেন পাখিপ্রেমীরা।