দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দেখা আপাতত মিলবে না। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া (Weather Update)। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)।
এই মুহূর্তে উত্তর-পূর্ব অসম এবং পূর্ব বিহারে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বিহার, সিকিম, উত্তরবঙ্গ এবং অসমের উপর বিস্তৃত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে উত্তরবঙ্গে বৃষ্টির ধারা বজায় থাকবে। কিন্তু আবহাওয়ার বদল ঘটবে দক্ষিণে।