দ্য ওয়াল ব্যুরো: প্রবল বর্ষার দাপট উত্তরবঙ্গে। আজ, সোমবার আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।