দ্য ওয়াল ব্যুরো: আকাশের মুখ ভার। পায়ের তলায় জল, মাথার উপর বৃষ্টির (Rain) দাপট। রাজ্যজুড়ে ফের একবার আবহাওয়ার (Weather) মেজাজ তিরিক্ষি! উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত আর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা রাজ্যে নিয়ে এসেছে টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু— এই ত্র্যহস্পর্শেই অস্বস্তির গুঁড়ি গুঁড়ি সুর।