দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ (Low Depression) আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের (Weather Office) আশঙ্কা, আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি গভীর নিম্নচাপের রূপ নেবে। মঙ্গলবার দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে সেটি।
এই পরিস্থিতির ফলে ইতিমধ্যেই উত্তাল হয়েছে সমুদ্র। তাই উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আগামী ২২ অগস্ট, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।