দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আবার ডুবল, আর তার সঙ্গে ডুবে গেল আটটি প্রাণ। সোমবার রাতভর মুষলধারে বৃষ্টিতে শহর কার্যত অচল হয়ে পড়ে। ভোর থেকে বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা, দৈনিক যাত্রী, সাধারণ পথচারী—কারও মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে, কারও আবার রাস্তার বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে।