দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আলিপুর বলছে, ওই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি গিয়ে পৌঁছেছে উত্তর ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এই কারণেই আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে আশঙ্কা।
#REL