দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Puja) কেনাকাটা শুরু হয়েছ গেছে। হাতে গোনা আর কটা দিন পরই রাস্তায় ভিড় হবে মানুষের। কিন্তু আবহাওয়ার (Weather) এমন পরিস্থিতি যে, উৎসবের সময়ও মন খারাপ হচ্ছে সকলের। আর আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) যে পূর্বাভাস দিচ্ছে তা আরও উদ্বেগের।
কয়েকদিনের বিরতির পর আবারও ঝড়-বজ্রপাতের (Rain Forecast) দাপটে ভিজতে শুরু করেছে কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা (West Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই দুর্যোগ এখনই থামছে না। চলতি সপ্তাহের শেষেও শহর ও আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।