দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি (Rain) থামছে না! বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গ (West Bengal) সহ একাধিক রাজ্য কার্যত ভেসেছে। উত্তর-ভারতের অনেক রাজ্য তো বন্যা-ধসের (Flood Situation) কবলেও পড়েছে। মৃত্যু হয়েছে অনেকের। পরিস্থিতি এখনও যে স্বাভাবিক হয়েছে তা নয়। এরই মধ্যে অশনিসঙ্কেত। বৃষ্টিতে ভাসার পর এবার শীতেও (Winter) কাবু হতে পারে একাধিক রাজ্য।