দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের সক্রিয় বর্ষা। মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। জলপাইগুড়ি থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা। এর সঙ্গে মধ্য বাংলাদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে, তা গঙ্গা-পার বাংলার উপর দিয়ে গেছে। এর প্রভাবে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। আবহাওয়া দফতর সূত্রে খবর, এর জেরে আগামী কয়েক দিন রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।