দ্য ওয়াল ব্যুরো: বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ওপর ‘হামলা’র ঘটনা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল লোকসভার সচিবালয় (Lok Sabha Secretariat)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে (MHA) চিঠি পাঠিয়ে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য চাইতে। আগামী ১৫ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে। এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাঠানো হয়েছে চিঠির অনুলিপিও।