দ্য ওয়াল ব্যুরো: 'দিদিকে বলো' , 'বাংলা নিজের মেয়েকে চায়', 'জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন'— গত বেশ কয়েকটা নির্বাচনের আগে এই ধরনের স্লোগান ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার পথ বেছে নিয়েছিল তৃণমূল (TMC)। এবার ফের দামামা বেজেছে রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)। বছর ঘুরলেই যুদ্ধ শুরু। তার আগে ফের একটি নতুন ক্যাম্পেইন (New Programme) নিয়ে হাজির রাজ্যের শাসকদল।