দ্য ওয়াল ব্যুরো: শনিবার সাত সকালে ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্যবাসীর সমর্থন চাইলেন নীতীশ কুমার। জনতা দল ইউনাইটেড সূত্রের খবর, এই প্রথম নীতীশ কুমার ভিডিও বার্তাকে ভোট প্রচারের অঙ্গ করলেন।
সরকারিভাবে তাঁর দল স্বীকার না করলে জানা যাচ্ছে এবারের বিধানসভা ভোটে নীতীশ কুমার তাঁর রাজনৈতিক জীবনে সবচেয়ে কম ছোটাছুটি করবেন। বছর তিনেক হল তিনি শারীরিকভাবে ততটা সবল নন। বিরোধীদের বক্তব্য, তিনি মানসিকভাবেও অসুস্থ। সম্প্রতি একাধিক প্রকাশ্য অনুষ্ঠানে অসংলগ্ন কথা বলে দল ও সরকারকে বিপাকে ফেলেছেন। মনে করা হচ্ছে সেই কারণেই নীতীশ এবার ভিডিও বার্তায় প্রচারের কৌশল নিয়েছেন।