দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের মাঠে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। হাসি, রসিকতা আর গর্বে ভরা আসরে সুনীল ছেত্রী (Sunil Chhetri) রায়ান উইলিয়ামসের (Ryan Williams) হাতে তুলে দিলেন ভারতীয় পাসপোর্ট। বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) ফুটবলার ছোট্ট নীল বই ধরতেই, বলা যেতে পারে, শুরু হল ভারতীয় ফুটবলের এক নতুন অধ্যায়।