দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে আসছেন লিওনেল মেসি। বছরশেষে কলকাতায় পা রাখবেন। সেখান থেকে আমদাবাদ, মুম্বই ঘুরে অন্তিম গন্তব্য দিল্লি। আয়োজিত হবে গ্র্যান্ড কার্নিভাল, বসবে ঝাঁ-চকচকে অনুষ্ঠান। সেই সঙ্গে প্রদর্শনী ম্যাচ। এমনকী ছোট ছেলেমেয়েদের হাতেকলমে প্রশিক্ষণও দেবেন আর্জেন্তিনীয় মহাতারকা।