দ্য ওয়াল ব্যুরো: খোলা চোখে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের দুই অন্যতম স্তম্ভের অবসর। কিন্তু এটাই পুরো ছবি নয়। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) বিদায় প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেটে (Team India) একটি শূন্যস্থানের সূচনা করবে। আর গহ্বর ভরাটের পথেই শুরু হতে চলেছে নতুন যুগ। যার পুরোধা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, দলের একদা নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিন (R. Ashwin) অন্তত এমনটাই মনে করছেন।