দ্য ওয়াল ব্যুরো: ‘কুলদীপ আর আগের বোলার নেই।‘
কথাটা বলে খানিক থামলেন কপিল পান্ডে। টিম ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদবের ছেলেবেলার কোচ। নিজের হাতে গড়েপিটে তৈরি করেছেন। জানেন কোথায় দুর্বলতা। শক্তি? তাও বিলক্ষণ মালুম!
২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজে দলের বোলিং স্তম্ভ হয়ে উঠতে চলেছেন কুলদীপ যাদব। আর এই আবহে স্পিনারের দক্ষতা ও অভিজ্ঞতার সারাৎসার মেলে ধরলেন কপিল। বললেন, ‘এটা আগের ইংল্যান্ড টিম নয়। যদিও আমরা দেখেছি, আগের বার ওরা কুলদীপকে খেলতে কতটা ভয় পেয়েছিল। বোলিংয়ের ধাঁধাই বুঝতে পারেনি।‘