দ্য ওয়াল ব্যুরো: কেন ইংল্যান্ড সফরে (England Series) দলে জায়গা পেলেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?
সূত্রের খবর, নির্বাচকরা মিডল অর্ডার ব্যাটসম্যানের তিনটি বিষয় নিয়ে নাখুশ ছিলেন। প্রথমত, তাঁর স্টান্স। দ্বিতীয়ত, আগ্রাসী ব্যাটিং। তৃতীয়ত, অকুতোভয় মানসিকতা। আর তিন কারণে আইপিএলে (IPL 2025) ভাল পারফরম্যান্স এবং সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকতা দেখানো সত্ত্বেও টেস্ট দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার।
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষাপূরণের স্বাদ সবসময় মিঠে। আর বঞ্চনায় ভরা প্রতীক্ষা মেটার স্বাদ? এর উত্তর বোধ হয় সবচেয়ে ভাল জানেন করুণ নায়ার (Karun Nair)।
কেন জানবেন না? সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। ত্রিশতরান করেছিলেন যে সিরিজে, সেই সিরিজ খতম হতেই জায়গা ছেড়ে দিতে হয় অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane)। নাইট অধিনায়কের কুর্সিতেই তো দলে আসা! তারপর মাস যায়, বছর ঘোরে। না টেস্ট টিম, না টি-২০ টিম—কোথাও জায়গা জোটেনি!
দ্য ওয়াল ব্যুরো: ‘বিরাট সম্মান’ এবং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’। টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট দলের অধিনায়ক নির্বাচনের পর শুভমান গিল (Shubhman Gill) তাঁর দায়িত্বকে এই দুটো শব্দবন্ধ দিয়ে ব্যাখ্যা করলেন।
গতকালই জাতীয় নির্বাচকদের তরফে আসন্ন ইংল্যান্ড ট্যুরের (England Series) জন্য টিম বাছাই করা হয়েছে। দলের অধিনায়ক কে হন, সেই নিয়ে তর্ক-বিতর্ক, আলাপ-আলোচনা চলছিল। সংবাদমাধ্যমে শুভমানকে অ্যাডভান্টেজ দিয়েছিল ঠিকই। কিন্তু এর পাশাপাশি ভেসে উঠছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কেএল রাহুলের (KL Rahul) মতো ক্রিকেটারদের নামও।
সাঁটে বললে এই কৌশলেই ইংল্যান্ড সিরিজের দল বাছাই, খেলোয়াড় রদবদল, ক্রিকেটারদের অবসর সংক্রান্ত একগুচ্ছ চাঁচাছোলা প্রশ্নবাণ সামলালেন অজিত আগরকর (Ajit Agarkar)। নির্বাচক প্রধানের যে কায়দায় বাউন্সার মোকাবিলা করা জরুরি, সেই পন্থাই বেছে নিলেন। অর্থাৎ, বললেন অনেক কিছুই। কিন্তু তার নির্যাস সেভাবে কিছুই দাঁড়াল না।
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য দল বাছাই শুরু হয়েছে। সেখানে টিমের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হতে পারে শুভমান গিলকে। সহ-অধিনায়ক হতে চলেছেন ঋষভ পন্থ ও কেএল রাহুলের মধ্যে একজন।
দ্য ওয়াল ব্যুরো: তিনি সাবধানী। জানালেন, আন্তর্জাতিক ময়দান থেকে অবসর নেওয়া একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে একজন কোচ বা নির্বাচকের নাক গলানোর কোনও ‘অধিকার’ নেই।
এর পাশাপাশি তিনি আক্রমণাত্মকও বটে। আগের মন্তব্যের পিঠোপিঠি জুড়ে দেন, বিরাট (Virat Kohli) কিংবা রোহিতের (Rohit Sharma) অবসরগ্রহণ টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে রাখবে। দলের অন্দরে একটা শূন্যতা সৃষ্টি করবে। কিন্তু সেই ফাঁক ভরাট করার দায়িত্ব তরুণ ক্রিকেটারদেরই গ্রহণ করতে হবে।