দ্য ওয়াল ব্যুরো: একসময় হাওড়ার এই কারখানা থেকে রশি গেলে তবেই টান পড়ত পুরীর জগন্নাথদেবে রথে। এক আধ বছর নয়, ১৯৭১ সাল থেকে বজায় ছিল এই ধারা। করোনার সময় তাতে বিরতি পরে। তারপর আর পুরী থেকে ২২০ মিটার লম্বা রথের রশির অর্ডার আসেনি হাওড়ার আলমপুরের এই কারখানায়। তাই রথের দিন যখন গুন্ডিচা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নেন পুরীর জগন্নাথদেব, তখন দীর্ঘশ্বাস পরে এখানকার শ্রমিকদের। এই ঐতিহাসিক সংযোগের কথা আজ অনেকে না জানলেও পুরোনো মানুষজন তা ভোলেন কী করে!