দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে লালকেল্লার (Red Fort) কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় (Kolkata) বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ১৪ নভেম্বর শুরু হতে চলা ভারত–দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টের আগে গোটা চত্বরজুড়ে বিশেষ সতর্কতা।
কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, সোমবারের বিস্ফোরণের পর থেকে ইডেন এবং দুই দলের থাকার জায়গায় নিরাপত্তা নজরদারি আঁটসাঁট করা হয়েছে। দলগুলির যাতায়াতের সময় বিশেষ রুট চিহ্নিত করার কাজ শেষ। চলাচলের সময় পুলিশি এসকর্ট থাকবে বলেও খবর।