দ্য ওয়াল ব্যুরো: গতে কয়েক বছর ধরেই ক্রমাগত দুঃস্বপ্ন দেখে চলেছেন লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের সমর্থকরা। প্রতিবছরই তাঁরা অনেক আশা নিয়ে বুক বাঁধেন, দলের সমর্থনে মাঠে যান, তবুও সাফল্য থেকে যায় অধরা। তবে লাল-হলুদ সমর্থকদেরও কুর্নিশ জানাতে হবে, কারণ তাঁরা টানা ব্যর্থতা সত্ত্বেও দলকে সমর্থন জুগিয়ে চলেছেন।