দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সময়ে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) ছোঁড়ার পর মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড হয়তো সময় পেয়েছিল পাকিস্তান (Pakistan)! তার মধ্যেই ভাবতে হত যে ক্ষেপণাস্ত্রে পরমাণু আছে কিনা। এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহকারী ও শীর্ষস্থানীয় রাজনীতিক রানা সানাউল্লাহ। তাঁর স্বীকারোক্তি, ব্রহ্মোস আক্রমণের পর সেইভাবে প্রতিক্রিয়া দেওয়ারও সময়-সুযোগ পাননি তাঁরা।