দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত হাসি ফিরল নবি মুম্বইয়ে (Navi Mumbai)। বৃষ্টি সরে গিয়ে আকাশ পরিষ্কার, মাঠ প্রস্তুত। মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025 Final) ফাইনাল অবশেষে শুরু হচ্ছে সময়মতোই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team)। ফলে ব্যাট হাতে নামছে ভারতীয় মহিলা দল (India Women’s Team)।
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাসি ফিরল ক্রিকেটপ্রেমীদের মুখে। দীর্ঘ অপেক্ষার পর নবি মুম্বইয়ে (Navi Mumbai) থেমেছে বৃষ্টি। সরিয়ে ফেলা হয়েছে কভার, মাঠকর্মীরা নেমে পড়েছেন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy)। ভারত (India Women’s Team) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team) মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025 Final) ফাইনাল ম্যাচ এখনও শুরু না হলেও টিমটিম করে জ্বলেছে আশার আলো।
দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালে (Semi-final) অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team)। কিন্তু দলের ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) চান সেই জয়কে এখনই ভুলে যেতে। তাঁর চোখ এখন একটাই লক্ষ্য—নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) রবিবারের বিশ্বকাপ ফাইনাল (World Cup Final)।
জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)-এর অপরাজিত ১২৭ রানে ভর করে ভারত ৩৩৮ রানের রেকর্ড টার্গেট তাড়া করে ফাইনালে উঠেছে। তবে মান্ধানার মতে, অস্ট্রেলিয়া-বিজয় অতীত, এখন কেবল কাপ জয়ের স্বপ্ন।
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ইতিহাসের দোরগোড়ায় ভারতের মেয়েরা (India Women’s Cricket Team)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team)। আজকের ম্যাচ শুধু একটি ফাইনাল নয়—হতে পারে মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেওয়ার সন্ধ্যাও।
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আজ যে মহারণ, তাতে ইতিহাসের ভারও কম নয়। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (India VS South Africa)। একদিকে ঘরের মাঠে দু'বারের ফাইনাল হার (২০০৫ ও ২০১৭)-এর ক্ষত ভুলে প্রথম শিরোপা জয়ের স্বপ্নে ভারত, অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে (Women's World Cup Final) ওঠা দক্ষিণ আফ্রিকা, যারা এ বারই ইতিহাস লিখছে।
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নবী মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) ফাইনালে নামছে দুই দল। এই প্রথমবার ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, এটি ভারতের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এবার কি ‘উইমেন ইন ব্লু’-র হাতেই উঠবে শিরোপা?
বিশ্লেষকরা মনে করছেন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী দলটিকেই অপরিবর্তিত রেখে নামতে পারে ভারত। দেখে নেওয়া যাক সম্ভাব্য ভারতীয় একাদশ—
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র একটা জয়, তাহলেই ইতিহাস গড়বে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women’s World Cup 2025 final)। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামছে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বাহিনী। এই ম্যাচ জিতলেই তাঁদের হাতে উঠবে প্রথম বিশ্বকাপ ট্রফি। তবে শুধু গৌরবই নয়, চ্যাম্পিয়ন হলে অপেক্ষা করছে রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্যও, যা পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি! এই জয়ের সঙ্গে বদলে যেতে পারে ভারতীয় মহিলা ক্রিকেটের অর্থনৈতিক ভবিষ্যৎ।
দ্য ওয়াল ব্যুরো: শতাব্দীরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে (Test Cricket) দিনের সেশন বিন্যাস একই—টস, খেলা, লাঞ্চ, তারপর টি-ব্রেক। এবার সেই রীতিই ভাঙবে গুয়াহাটিতে (Guwahati)। নভেম্বরের ২২ তারিখ থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Stadium) শুরু হতে চলা ভারত–