দ্য ওয়াল ব্যুরো: সদ্য একদিনের দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচেই ঘটল চরম বিপত্তি। একটি অনবদ্য ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর চোট পেলেন শ্রেয়স আয়ার, যার ফলে কমপক্ষে তিন সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে। এই চোট শুধু তাঁকে দল থেকে ছিটকে দিল না, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর খেলা নিয়েও তৈরি হল বড়সড় অনিশ্চয়তা। পাঁজরের চোটের কারণে তাঁর বিশ্রামের সময় আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।