দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়া সফরে ভয়াবহ আঘতের পর এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি ভারতের ওয়ানডে দলের সহ–অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দেশে ফিরেছেন ঠিকই, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। ফলে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর খেলা কার্যত অনিশ্চিত।