দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাটা ছোট। টার্গেট মাত্র ১২৪। কিন্তু ইডেনে চতুর্থ ইনিংসে রান তাড়া করা মানেই আলাদা চ্যালেঞ্জ। ইতিহাস বলছে, এই মাঠে ১০০-এর বেশি রানের লক্ষ্য কখনও সহজ হয়নি। বরং ৯০-এর আশপাশে গেলেই ম্যাচের গতি বদলে যায়। ভারতের সামনে তাই সহজ দেখালেও বাস্তবে আজ কঠিন লড়াই—বিশেষ করে এই ক্ষয়াটে পিচে, যেখানে বল হঠাৎ লাফাচ্ছে, হঠাৎ নিচু হয়ে যাচ্ছে এবং শুরু থেকেই ভরপুর টার্ন ব্যাটারদের কড়া টেস্ট নিয়ে চলেছে।