দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Guwahati) ভারতকে চাপে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার সেনুরান মুথুস্বামী (Senuran Muthusamy)। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চালকের আসনে বসিয়েছেন। আটটি টেস্ট খেলা এই ক্রিকেটারের আগের সেরা ইনিংস ছিল অপরাজিত ৮৯, পাকিস্তানের বিরুদ্ধে। এবার ১৯২ বলে ছুঁলেন তিন অঙ্কের গর্ব—তাও চাপের ম্যাচে!