দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে ভারতকে হারানো এক সময় বিদেশি খেলোয়াড়দের কাছে ‘কেরিয়ারের স্বপ্ন’ ছিল। স্টিভ ওয়া যাকে বলেছিলেন ‘ফাইনাল ফ্রন্টিয়ার’, আজ সেই দুর্গ ভেঙে ধূলিস্যাৎ! গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩–০ হোয়াইটওয়াশ, আর এবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ২–০ সিরিজ জয়—দুই বড় বিপর্যয়ের সাক্ষী রইল গৌতম গম্ভীরের (Indian Cricket team coach Gautam Gambhir) কোচিং-জমানা। এক অর্থে লজ্জার আত্মসমর্পণ করল ভারতীয় দল (Indian Cricket Team), কোনও লড়াই ছাড়াই।