দ্য ওয়াল ব্যুরো: এমনিতে প্রেস কনফারেন্সে এসে অনেক পরস্পরবিরোধী কথা বলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার হেডস্যার কখনও পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। পরক্ষণেই স্তবগান গেয়েছেন কিউরেটরের। আবার তাঁর ডান হাত, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এসে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়কে ভিলেন বানিয়ে যা নয় তাই বলেছেন!