দ্য ওয়াল ব্যুরো: অসমের (Assam) কোকরাঝাড়ের কাছে রেললাইনে বিস্ফোরণে (Blast at Rail Track) চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় ১টার সময়, আলিপুরদুয়ার রেল ডিভিশনের সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যবর্তী এলাকায়।
রেল সূত্রে জানা গেছে, ওই সময় এলাকা দিয়ে যাচ্ছিল চিনি ভর্তি একটি মালবাহী ট্রেন (Sugar Loaded Train)। হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেন চালক। এরপর ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের অংশ এবং স্লিপারে ক্ষতি হয়েছে - যা দেখে প্রাথমিকভাবে বিস্ফোরণের সন্দেহ হয়।
#REL