অংশুমান কর
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক অদ্ভুত নিদান দিয়েছেন। তিনি বলেছেন আদমশুমারি ফর্মে যাঁরা মাতৃভাষা হিসেবে বাংলা লিখেছেন, তাঁদের সংখ্যা হিসেব করলেই বোঝা যাবে অসমে বিদেশি রয়েছেন কতজন। কথাটি শুধু হাস্যকর নয়, ভয়ংকর। বিশেষ করে সারাদেশের বিভিন্ন রাজ্যে যখন পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক যাঁরা বাংলায় কথা বলছেন তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করে অনেকক্ষেত্রেই এমনকি বাংলাদেশে ফেরত পাঠানোর কাজও শুরু হয়েছে। মনে রাখা প্রয়োজন যে, আসামের সরকার কোচবিহারের এক বাসিন্দাকে ইতিমধ্যেই তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার চিঠি ধরিয়েছে।