দ্য ওয়াল ব্যুরো: কেরলের (Kerala) ত্রিশূরে বিজেপি সাংসদ (BJP MP) তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর (Suresh Gopi) মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এলাকার এক বৃদ্ধ তাঁর ভাঙাচোরা বাড়ির ছাদ মেরামতির আবেদন জানাতে গেলে মন্ত্রীর তরফে সেই আবেদন পত্রপাঠ ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হতেই শুরু হয় প্রবল সমালোচনা। এর পরই বৃদ্ধের পাশে দাঁড়ালেন সিপিএম (CPM) নেতারা। জানালেন, তাঁরা থাকতে চিন্তার কিছু নেই, বাড়ি বানিয়ে দেওয়া হবে।