দ্য ওয়াল ব্যুরো: তালপাতাকে কাঁচি দিয়ে কেটে সেপাইয়ের মতো আকৃতি দেওয়া হতো। এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো। দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সেপাই দৌড়াচ্ছে। এভাবেই তালপাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা। একসময়ে শিশুদের কাছে খেলনা বলতে ছিল তালপাতার সেপাই। এই তালপাতার সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়েই আনন্দ খুঁজে পেত শিশুরা। আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতার সেপাই।