দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে উত্তরপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই বহুতল আবাসনটি তৈরি হয়েছিল। ওই নির্মাণের নির্দিষ্ট একটি অংশ বেআইনি বলে অভিযোগ ওঠে। সেই সময় পুরসভায় জানিয়েও কোনও ফল হয়নি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার। কিন্তু তারপরেও পুরসভা পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা হয়। আবারও হাইকোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আবাসনের ওই বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় ।