দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সোশ্যাল মিডিয়ায় পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার দুই বোন। অভিযোগ, চারচাকা গাড়িতে তুলে তাদের জোর করে নেশার জিনিস খাইয়ে একজনকে ধর্ষণ ও অন্যজনের উপর শারীরিক অত্যাচার চালায় অভিযুক্তরা। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পলাতক আরও একজন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় আরামবাগে।
আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন টিটাগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের দাদা ও তৃণমূল যুব নেতা মহম্মদ খুররাম। খুররমের সঙ্গেই আরও চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে টিটাগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, তোলাবাজি, ডাকাতি-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল নেতা খুররম টিটাগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইনাম খানের দাদা
দ্য ওয়াল ব্য়ুরো, নদিয়া: এবার মহারাষ্ট্রে কাজে গিয়ে গ্রেফতার হলেন রানাঘাটের রায়নগর মাঠপাড়ার দুই যুবক নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস। গত বছরের নভেম্বর মাসে সেন্টারিংয়ের কাজ করতে মহারাষ্ট্রে গিয়েছিলেন দুই ভাই। কিন্তু ২৭ ডিসেম্বর হঠাৎ করেই মহারাষ্ট্র পুলিশ তাদের গ্রেফতার করে বলে অভিযোগ।
দ্য ওয়াল ব্যুরো: ধুলোয় ঢেকেছে ভাটপাড়ার সূর্যসেন স্মৃতি নামে সরকার পোষিত লাইব্রেরির নামিদামি অঢেল বই। কারণ এখন তালাবন্ধ অবস্থায় থাকলেও একসময় ওই গ্রন্থাগার সাজানো হয়েছিল পুরনো ও নতুন বইয়ের সম্ভারে। তখন এই গ্রন্থাগারে ভিড় জমাতেন দূর দূরান্ত থেকে আসা পড়ুয়ারাও। এখন অবশ্য সবই স্মৃতি। ধুলো সরিয়ে এই লাইব্রেরিকে আবার আগের অবস্থায় ফেরত আনার জন্য দাবি জানাচ্ছেন বাসিন্দারা।
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রীর কাছে মায়ের গায়ের গন্ধ সবচেয়ে প্রিয়। বলেন, গর্ভধারিণী মহিলার পেটের স্ট্রেচমার্কস প্রকৃত সৌন্দর্য্য। নতুন ছবি ‘ডিয়ার মা’ ছবিতে অভিনয়ের সময় বহুবার চোখ নিভে এসেছিল তাঁর। ‘দ্য ওয়াল’-এর সাক্ষাৎকারে জয়া আহসান।
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ধাঁচে এ বার ‘ইউ’ আকৃতিতে সাজল মালদহের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম। ফলে ঘুচে গেল ফাস্ট বেঞ্চ আর ব্যাক বেঞ্চের বিভেদ। বার্লো বালিকা বিদ্যালয়ে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় ১৯০০ ছাত্রী রয়েছে। শিক্ষিকা রয়েছেন ৩৮ জন। ক্লাসরুম ৩০টি। ক্লাস সেভেনের ছাত্রীদের নিয়ে প্রথম সাজল নতুন ধারণার ক্লাসরুম।