দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর নিজেদের প্রিয়জনেদের বেঁচে থাকার আশা নিয়ে তাঁদের খোঁজে হাসপাতালে গিয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যেই একজন সাগর পাটিল (Sagar Patil Viral Video)। তাঁর প্রেমিকা অভিশপ্ত বিমানটির ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরই হাসপাতালে যান সাগর। সেখানে একটা বেঞ্চে অবিরাম বসে অপেক্ষা করতে থাকেন। চোখে জল, কণ্ঠ রুদ্ধ- ভাইরাল হয় তাঁর কান্নার ভিডিও। কখনও অপেক্ষার দৃষ্টিতে চেয়ে রয়েছেন, কখনও কেঁদে উঠছেন। 'বিমানে আপনার কে ছিলেন?' এই প্রশ্নের উত্তরে সাগর বলেছিলেন, 'আমার ভালবাসা'। আমদাবাদ বিমান দুর্ঘটনা (Ahmedabad