দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার আমদাবাদ-লন্ডন ১৭১ নম্বর বিমানের ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পরই তীব্র আপত্তি তুলল ভারতের পাইলটদের সংগঠন ‘এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন’ (ALPA)। তাঁদের অভিযোগ, গোটা তদন্তটাই এমনভাবে এগোচ্ছে যেন পাইলটদেরই সব দোষ। এই প্রবণতার তীব্র বিরোধিতা করেছেন সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন স্যাম থমাস।